Tuesday, April 7, 2009

Visual Studio কি?

Visual Studio (VS) হচ্ছে বিখ্যাত সফটওয়ার কোম্পানী Microsoft এর একটি integrated development environment (IDE)। এটি দিয়ে আপনি একাধারে console, graphical user interface(GUI) application, web site, web application এবং web service বানাতে পারবেন। এটি Microsoft Windows, Windows Mobile, Windows CE, .NET Framework, .NET Compact Framework এবং Microsoft Silverlight সমর্থন করে।

VS এর একটি গুরুত্বপুর্ন বৈশিষ্ট হচ্ছে IntelliSense. এর ফলে আপনাকে কোনো function, attribute ইত্যাদির নাম মনে রাখতে হবেনা। ডট (.) দিলেই তা পাওয়া যাবে।

এতে C#, Visual Basic(VB) ছাড়াও HTML/XHTML, CSS, JavaScript, XML/XSLT এর built-in code editor আছে। এখানে আছে WinForms Designer, Web Designer ইত্যদি যাতে আপনি কোনো রকম code না লেখেই অনেক কাজ করতে পারবেন। তাছাড়া এতে আছে Object browser, Solution Explorer, Server Explorer এর মত অতি গুরুত্বপুর্ন কিছু জিনিস।

আমি আস্তে আস্তে সব কিছু নিয়েই আলোচনা করার চেষ্টা করব।

বি.দ্র. এখানে শুধু C# এবং Visual Basic(VB) সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে।

No comments:

Post a Comment